নিজস্ব সংবাদদাতা, মালদা:-সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে দিনরাত এক করে কাজ করে চলেছেন তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ফ্যাম কমিটির সদস্যরা।সামনে গ্রাম পঞ্চায়েত নির্বাচন সকল ফ্যাম কমিটির সদস্য মনবল চাঙ্গা করতে এবং বেশি করে রাজ্য সরকার উন্নয়ন তুলে ধরতে কর্মীসভার আয়োজন করা হয় ফ্যাম কমিটির তরফে।মালদার মঙ্গলবাড়ি রাজিবগান্ধী মার্কেটে কর্মীসভাটি হয়।এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক জম্বু রহমান,জেলা ফ্যাম সভাপতি স্বপন দাস,জেলা সাধারন সম্পাদক মোহাম্মদ রাজেশ,সায়ন দাস সহ ফ্যাম কমিটির সদস্যরা।মূলত,ফ্যাম কমিটি সদস্যদের সোশ্যাল মিডিয়ার আরো বেশি করে রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পের প্রচারের নির্দেশ দেওয়া হয়।
Home রাজ্য উত্তর বাংলা সামনে গ্রাম পঞ্চায়েত নির্বাচন সকল ফ্যাম কমিটির সদস্য মনবল চাঙ্গা করতে এবং...