সুদীপ সেন, বাঁকুড়া:- পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে ১০ ই ফেব্রুয়ারি থেকে ১৮ ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যে ফাইলেরিয়া নির্মূল করণের উদ্দেশ্যে প্রতিষেধক ঔষধ খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সার্থক রূপায়ণে সক্রিয় ভূমিকা পালন করছেন বিভিন্ন জেলার সাথে বাঁকুড়া জেলার স্বাস্থ্য কর্মীগণ।
বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের আশা ও আই, সি, ডি,এস কর্মীগণ এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক কে এই রোগ সম্পর্কে অবহিত করে এর প্রতিষেধক ঔষধ খাওয়ার অনুরোধ করছেন।
লক্ষ্য করা গেল অধিকাংশ মানুষ জন ই এই রোগের প্রতিষেধক ঔষধ খাচ্ছেন।
এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন এস,এম,সি , শালতোড়া, সুদেব রায় চৌধুরী, এ, এন, এম পায়েল সিনহা, দুই আশাকর্মী মহিমা সেন এবং সুজাতা নন্দী ও আই সি ডি এস কর্মী তারারানি চক্রবর্ত্তী।
এই ফাইলেরিয়া প্রতিকারে ওষুধ সেবনে এলাকার মানুষের স্বতস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো।