বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো দিন পালন করা হলো ।

0
154

আবদুল হাই, বাঁকুড়াঃ ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ হয়েছিলেন ৪০ জন বীর জোয়ান । দেশের জন্য তাদের এই আত্মবলিদান আজও ভোলেনি ভারতবর্ষের প্রতিটি মানুষ । সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাঁকুড়া জেলার কোতুলপুরের নেতাজি মোড়ে কোতলপুর পুলিশ প্রশাসন এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই দিনটিকে ” কালো দিন ” হিসেবে পালন করা হলো । ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি থেকে প্রতিবছর এই দিনটিকে ” কালো দিন ” হিসেবে পালন করে আসছে দেশবাসী । এদিন উপস্থিত প্রত্যেকেই বীর শহীদদের ছবিতে মাল্য দান করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় । পরে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এদিন উপস্থিত ছিলেন কোতুলপুর থানার এসআই অনিমেষ চর , কোতুলপুর ট্রাফিক ওসি অলোকেশ পতি ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ।

ফিরোজ মোল্লা নামে স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য জানান , ভ্যালেন্টাইন্স ডে কে উপেক্ষা করে আজকের এই দিনটি যেন সকলেই বীর শহীদদের স্মরণে পালন করেন এবং সারা বছর যেন তাদেরকে দেশের মানুষ মনে রাখেন সকলের কাছে এই বার্তা জানাই।