গাড়ি চালাতে চালাতে ড্রাইভারের ঘুম, গাড়ি পাল্টি খেয়ে পড়লো জমিতে।

0
169

আবদুল হাই, বাঁকুড়াঃ হাজারো সাবধানতা অবলম্বন করার কথা বলা হলেও কোনমতেই ঘুম ভাঙছে না এক শ্রেণীর ড্রাইভারদের, যদিও পুলিশ প্রশাসন পথদুর্ঘটনা এড়াতে সারা বছর ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” নিয়ে প্রচার চালাচ্ছেন, মাঝেমধ্যে ধরপাকর করছেন কিন্তু তারপরেও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে পথ দুর্ঘটনা।
আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ঠাকুরানি পুষ্করিণী সংলগ্ন এলাকায় চলন্ত গাড়িতে ড্রাইভার ঘুমিয়ে যাওয়ার কারণে চার চাকাটি পাল্টি খেয়ে পাশের জমিতে পরে।
জানা যাই গাড়িটি কোতুলপুর থেকে বর্ধমান এর দিকে যাচ্ছিল। গাড়ির চালক ঘুমিয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে অভিমত প্রত্যক্ষদর্শীদের।
এই দূর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ।
জানা গেছে গাড়ির মধ্যে থাকা ব্যক্তিরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে।