টেন্ডার নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে ক্ষিপ্ত ঠিকাদারদের একাংশ।

0
150

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-টেন্ডার নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে ক্ষিপ্ত ঠিকাদারদের একাংশ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টেন্ডার নিয়ে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগে দীর্ঘক্ষণ ধরে পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখালেন ঠিকাদারদের একাংশ।বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল-২ নং ব্লকের তৃণমূল পরিচালিত গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতে।

অভিযোগ, প্রধান ডলি দাস অনিয়মভাবে রাতের অন্ধকারের আত্মীয় স্বজনদের টেন্ডার পাইয়ে দিয়েছেন। টেন্ডারের শেষ দিনে প্রধান পঞ্চায়েতের চৌকাটে পা রেখে অল্প সময় কাটিয়ে বাড়ি চলে যান বলে অভিযোগ।পাশাপাশি পঞ্চায়েত ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার জন্য অন্য ঠিকাদারদের পাত্তা দেয়না প্রধান বলে অভিযোগ।টেন্ডার বাতিলের দাবি জানিয়েছেন ক্ষিপ্ত ঠিকাদারেরা।
যদিও সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন গৌরহণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি দাস।তিনি বলেন,নিয়ম মেনেই সব কাজ হচ্ছে।ওরা মিথ্যে অভিযোগ তুলছেন।

যদিও এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পরেনি বলে জানিয়েছেন চাঁচল-২ নং ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস।

টেন্ডার বিলিতে অনিয়মের অভিযোগের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

মালদা জেলা যুব মোর্চার সহসভাপতি অয়ন রায় কটাক্ষ করে বলেন,দুর্নীতি আর স্বজনপোষণ ছাড়া তৃণমূল অক্সিজেন নিতে পারেনা।এটাই তাদের বাঁচার একমাত্র উপায়।
পাল্টা জবাবে চাঁচল-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল হাই জানিয়েছেন,নিয়ম বহির্ভূত কাজ হলে প্রশাসন দেখবে।রাজ্যে উন্নয়ন তৃণমূল সরকারই করে।সমালোচনা করা বিজেপির কাজ।ওরা উন্নয়ন করেনা।