সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ- অবৈধ কয়লা পাচার রুখতে তৎপর রয়েছে বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। তাই পাচারের আগেই অবৈধ কয়লা বোঝাই ডাম্পার আটক করল সদাইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ অভিযান চালিয়ে দুবরাজপুর ব্লকের যাত্রা গ্রামের রাস্তায় একটি অবৈধ কয়লা বোঝাই ডাম্পার আটক করা হয়। যদিও বা পুলিশকে দেখে চম্পট দেয় গাড়ির চালক ও খালাসি। ঐ ডাম্পারটিতে ১৬ টন অবৈধ কয়লা মজুত ছিল। যার বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা। উল্লেখ্য, সদাইপুর থানার পুলিশের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে কয়লা পাচার করছিল পাচারকারীরা। কিন্তু অবৈধ কয়লা পাচার করার আগেই সদাইপুর থানার পুলিশ কয়লা বোঝাই ডাম্পারটিকে আটক করে। কয়লা বোঝাই ডাম্পারটি কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং ডাম্পারটির মালিকের নাম কী তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগেও কয়লা বোঝাই ট্রাক, ট্রাক্টর, মোটর সাইকেল, গরুর গাড়ি, সাইকেল আটক করেছে সদাইপুর থানার পুলিশ।