নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — বামনগোলা ব্লকের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে উঠে এসেছিলো মদনাবতী গ্রাম পঞ্চায়েতে। তার জেরে ইস্তফা দিয়ে ছিলেন ১২ জন সদস্য ।অভিযোগ করছেন পঞ্চায়েতের সদস্যরা এবার বামনগোলা ব্লকের প্রধান উপপ্রধান সদস্য একসাথে ইস্তফা দিলেন ১২ জন।তাতেই অস্বস্তিতে পড়েছেন শাসকদল।মদনাবতী গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ প্রধান উপ-প্রধানের হামলার অভিযোগ শাসক দলের এক অংশের বিরুদ্ধে উঠেছিলো ।সেই
অভিযোগ পেয়ে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি,অশোক সরকার বলেন তিনি মদনাবর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সদস্যদের সাথে কথা বলেন এবং সেই ঘটনার সঠিক তদন্ত হবে তৃনমুল কংগ্রেস দলের কথা মতোই মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ সদস্যরা তাদের ইস্তফাপত্র তুলে নেন।এই বিষয়ে মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান রানু বিশ্বাস রায় বলেন, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তাদের সঙ্গে কথা বলেন এবং সম্পূর্ণ ঘটনার তদন্ত করবেন। দল তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাই আজ তারা ইস্তফাপত্র তুলে নেন।