মালদা, নিজস্ব সংবাদদাতা:- সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তা নিয়ে রীতিমতো প্রস্তুতি চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে।
কিন্তু মালদহের বৈষ্ণবনগরে আবারো প্রকাশ্যে ব্লক সভাপতি বনাম বিধায়ক দ্বন্দ। যা ঘিরে পঞ্চায়েত ভোটের মুখেই অস্বস্তিতে কালিয়াচক ৩ নম্বর ব্লক তৃনমুল কংগ্রেস।
জানা গেছে, এদিন সকালে ব্লক পার্টি অফিসে ছিল দিদির সুরক্ষা কবচ বিষয়ক একটি সাংগাঠনিক কর্মসূচি। সেই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিল বিধায়ক চন্দনা সরকারের। কিন্তু তিনি সেই কর্মসূচিতে আসেননি। অন্যদিকে এই কর্মসূচিকে বানচাল করার জন্য তিনি নানানভাবে প্রচেষ্টা চালিয়েছেন।
এছাড়াও ব্লক পার্টি অফিসের চাবি দিতেও তিনি অস্বীকার করেন। তিনি ব্লক নেতৃত্বকে সাফ জানিয়ে দেন তিনি পার্টি অফিসের চাবি দেবেন না।
এরপরেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন ব্লক তৃনমুল নেতৃত্ব। একরকম বাধ্য হয়েই তারা চেয়ার ভাড়া করে নিয়ে এসে পার্টি অফিসের বাইরেই মিটিং করেন।
ব্লক তৃনমুল সভাপতি জান্নাতুল ইসলাম জানান, আমরা এই মিটিংয়ে আসার জন্য বিধায়ক চন্দনা সরকারকে অনুরোধ করেছিলাম কিন্তু তিনি এই মিটিংয়ে আসেননি। পাশাপাশি তিনি ফোন করে অঞ্চল প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানদের এই মিটিংয়ে আসতে মানা করেছেন। এক কথায় তিনি দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে ভেস্তে দেওয়ার পরিকল্পনা করেছেন। যাতে পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস মাথা তুলে দাঁড়াতে না পারে।
পাশাপাশি বিধায়ক হুঁশিয়ারি দিয়েছেন যদি কেউ আজ মিটিংয়ে যায় তবে তার পদ থাকবে না। এই ব্লক তৃনমূলের আমিই শেষ কথা।
যদিও এই প্রসঙ্গে বিধায়কের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Home রাজ্য উত্তর বাংলা সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তা নিয়ে রীতিমতো প্রস্তুতি চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে।