দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জেলা বার অ্যাসোসিয়েশন ও ডিএলএসএ “র উদ্যোগে আজ বালুরঘাটে অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির। মেগা অ্যাওয়ারনেস ক্যাম্প নামক এই শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা বিচারক জীবন কুমার সাধু, বিচারক অনন্ত কুমার সিংহ মহাপাত্র, বিচারক অজয়েন্দ্র নাথ ভট্টাচার্য, সুজাতা খরগো, কনিকা রায়, রিমপা রায়, গৈরিক রায় ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা সঙ্গীতা চ্যাটার্জি সহ অন্যান্যরা। উল্টোদিকে বসে আইনি সচেতনতার পাঠ নিলেন বিভিন্ন স্কুলের পড়ুয়াড়া।
দক্ষিণ দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন, ল”ক্লার্ক এসোসিয়েশন ও স্টাফ রিক্রিয়েশন ক্লাব এবং জেলা আদালতের উদ্যোগে বালুরঘাটে আজ থেকে শুরু হয়েছে দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেগা এওয়ারনেস ক্যাম্প। সচেতনতা শিবিরে এদিন পড়ুয়াদের সাইবার ক্রাইম ও বাল্য বিবাহ প্রতিরোধ সব আইনি বিভিন্ন দিক সম্পর্কে অবগত করা হয়।