পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির তরফ থেকে আরটিও অফিসের সামনে সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।

0
145

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গতকাল ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। বাজেট ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেটেই ঘোষণা করা হয় রাজ্য সরকার কর্মচারীদের ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পহেলা মার্চ থেকে তিন শতাংশ দিয়ে ডি.এ বৃদ্ধি করা হলো। তারপরে আজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির তরফ থেকে আরটিও অফিসের সামনে সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। এদিন এই অনুষ্ঠানে ৩৫০ জন সরকারি কর্মচারী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান শেষে মিষ্টিমুখ করেন উপস্থিত সমস্ত সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি বিশ্বনাথ সাঁই ক্যামেরার মুখোমুখি হয়ে এই অনুষ্ঠান সম্পর্কে বলেন, রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডি এ ঘোষণা করেছেন। তার জন্যই আমরা আর সমস্ত কর্মচারীরা হবে তো হয়ে ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। কারণ রাজ্যের চরম আর্থিক সংকট ও কেন্দ্র সরকারের বঞ্চনার মধ্যেও মুখ্যমন্ত্রী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। যেখানে বিরোধীরা বারবার প্রচার করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আর ডি এ দেবেন না সেই জায়গাতে বিরোধীদের কথা প্রত্যাখ্যান করেই ডি এ দেওয়া হয়েছে।