দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- মনের জোর থাকলে বড় কাজও সহজে করা যায়। এমনকী সমাজের বহু কাজ করা যায়। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় ক্যাটারিং ব্যবসায়ী তারক নাথ সেনের উদ্যোগে ভ্রাম্যমান রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলার হাসপাতাল গুলিতে রক্তের সঙ্কট দেখা দিয়েছে। তাই রক্তের সঙ্কট মেটাতে এদিন দুবরাজপুরের মাদৃক সংঘ ময়দানে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার এসোসিয়েশন এবং দুবরাজপুরের সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটির যৌথ প্রয়াসে রাজ্য সরকারের বাতানুকূল ভ্রাম্যমান বাসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে মহিলা ও পুরুষ মিলে ৪০ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভাস্কর রুজ, বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের সহ সভাপতি প্রিয়নীল পাল, সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার সায়ন দাঁ, ডেলিসিয়াস ক্যাটেরিং সার্ভিসেস এর কর্ণধার তারক নাথ সেন সহ আরও অনেকে। পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, আমরা জানি এই মুহূর্তে জেলায় রক্তের খুব প্রয়োজন। ডেলিসিয়াস ক্যাটেরিং সার্ভিসেস এই ভাবে সমাজসেবার কাজে এগিয়ে আসুক। ব্যবসা, পেশা সকলেই করে কিন্তু মানুষের ও সমাজের কথা চিন্তা করা উদ্যোক্তারা নিয়েছেন আমি তাঁদের সাধুবাদ। অন্যদিকে, তারক নাথ সেন জানান, আমার ক্যাটারিং এর ব্যবসা রয়েছে। তাই যুব সমাজকে নিয়ে আমার এই কাজ। ফলে বিভিন্ন সময় আমার কাছে ফোন আসে রক্ত দেওয়ার জন্য। তাছাড়াও জেলায় রক্তের সঙ্কট রয়েছে। তাই আমি ঠিক করলাম যে একটি রক্তদান শিবির করে সমাজে কিছু রক্ত দিয়ে সেই ঘাটতি পূরণ করতে পারি। পাশাপাশি বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের সহ সভাপতি প্রিয়নীল পাল জানান, আমরা চাই সারা জেলায় বিভিন্ন শ্রেণির মানুষ রক্তদান শিবিরে এগিয়ে আসুক। কয়েকমাস আগে এক চা-ওয়ালার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আজ ক্যাটারিং ব্যবসায়ীর উদ্যোগে রক্তদান শিবির করা হল। এই উদ্যোগকে সাধুবাদ জানাই।