পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী।মেদিনীপুর কলেজ ময়দানে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন এবং একাধিক আর্থ-সামাজিক প্রকল্পের পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর
কেন্দ্রীয় সরকার খারাপ রাস্তা সারানোর জন্য টাকা না দিলেও রাজ্য সরকার যে রাজ্যে সড়কপথের উন্নয়নে নজর দিয়েছে সেটা বুঝিয়েই মুখ্যমন্ত্রী জানালেন, সাড়ে এগারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছি।
রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বলেও অভিযোগ করেন মমতা। বলেন,, “কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে। আর মিথ্যে বলছে। বিজেপি নেতারা গিয়ে বলছে, ‘রাস্তায় টাকা দিও না, জলে টাকা দিও না, বাড়িতে টাকা দিও না, ১০০ দিনের কাজে টাকা দিও না। মানুষ উপকৃত হলে, আমরা কোন মুখে গিয়ে ভোট চাইব!’ আমি বলি, তোমাদের লজ্জা হওয়া উচিত। কারণ এগুলো মানুষের টাকা। জনগণের কর থেকে টাকা তুলে নিয়ে যায় দিল্লি। আগে রাজ্য কর সংগ্রহ করত। এখন করে না। কাপড় কিনতে গেলেও জিএসটি কাটে। সেই টাকা কেন্দ্র পায়। আমাদের রাজ্যের ভাগটা পর্যন্ত দেয় না।”