সাঁকরাইল ব্লকের বানিপুর দু’নম্বর অঞ্চলে হয়ে গেল চক্ষু শিবির ক্যাম্প।

0
267

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- বানিপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে সাঁকরাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। এলাকার সাধারণ মানুষ এই চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা করাতে আসেন। তবে পঞ্চায়েত সদস্যের কাছ থেকে জানা যাচ্ছে চক্ষু পরীক্ষা শিবিরে চোখ পরীক্ষা করার পাশাপাশি চশমা প্রদান করা এবং ছানি অপারেশনেরও সুব্যবস্থা করবেন বলেই জানান। ক্যাম্প উপস্থিত ছিলেনবানিপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা দাস , উপপ্রধান তপন দাস, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ত্রিপুরারী ঘোষ সহ পঞ্চায়েতের অন্যান্য কর্মীবৃন্দ। প্রায় ১৫০ জন সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করান। পঞ্চায়েতে পক্ষে এইরকম উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই।