সারা ভারত কৃষক ও ক্ষেত মজদুর সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান।

0
167

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সারা ভারত কৃষক ও ক্ষেত মজদুর সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আজ বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি এর কাছে তারা একটি স্মারকলিপি প্রদান করেন। তাদের মূলত দাবিগুলি হল, আবাস যোজনায় সমস্ত গরিব পরিবারদের নাম চাই, সমস্ত গরিব পরিবারদের জব কার্ড দিতে হবে, সার এবং কীটনাশকের অতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধ করতে হবে। সারা ভারত কৃষক ও ক্ষেত মজদুর সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক মোজাম্মেল হক বলেন,আজ আমরা কৃষকদের বিভিন্ন রকম সমস্যা, ফসলের সঠিক সহায়ক মূল্য ও কেন্দ্র সরকারের বিদ্যুৎ আইনের প্রত্যাহার, অতিরিক্ত পরিমাণে সার এবং কীটনাশকের মূল্য বৃদ্ধি তার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলাম এবং জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করলাম। যতদিন না আমাদের এই দাবিগুলি মানা হচ্ছে আমরা কৃষক আন্দোলন গড়ে তুলেছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব।