১২২ তম বাষিক ঊরুষ উৎসবে যোগ দিতে বাংলাদেশের রাজবাড়ী থেকে স্পেশাল ট্রেন প্রবেশ করল মেদিনীপুরে

0
1979

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের জোড়া মসজিদে মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ মুরশেদ আলী আলকাদেরী আলবাগদাদি ,মওলা পাকের ১২২ তম বাষিক ঊরুষ উৎসবে যোগ দিতে বাংলাদেশের রাজবাড়ী থেকে ঊরুষ উৎসব একটি স্পেশাল ট্রেনে করে ২৪টি বগিতে মোট ২১৫২ জন তীর্থযাত্রী বাংলাদেশের রাজবাড়ী থেকে এসেছে। মেদিনীপুর জোড়া মসজিদে মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ মুরশেদ আলী আলকাদেরী আলবাগদাদি ,মওলা পাক এর ১২২ তম বাষিক ঊরুষ উৎসবে যোগ দিতে বাংলাদেশের রাজবাড়ী থেকে ঊরুষ উৎসব একটি স্পেশাল ট্রেনে করে ২৪টি বগিতে উরুস শরীফে যোগ দিতে এবছর মোট ২১৬৫ জন তীর্থযাত্রী বাংলাদেশের রাজবাড়ী থেকে এসেছে। ১২৭৫ জন পুরুষ, ৮৩০ জন মহিলা এবং ৬০ জন শিশু। সড়কপথে ও প্লেনে করে আগে থেকে এসেছে। মোট ২০০০ বেশি তীর্থযাত্রীরা এই মেদিনীপুরে মাওলা পাক উরুসে যোগদান করেছে। বৃহস্পতিবার সকাল ৬ ১০ মিনিটে মেদিনীপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম এসে পৌঁছায়।করোনা আবহে গত দু – বছর বাংলাদেশের তীর্থযাত্রীরা উপস্থিত হতে পারিনি। সেই খামতি পূরণের সকলে উৎসূক হয়েছে এবছর।বাংলাদেশ থেকে মেদিনীপুরের স্পেশাল ট্রেনের বন্দোবস্ত ১৯০৩ সালে প্রথম হয়েছিল সেই রীতি মেনে আজও চলে আসছে।