জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার সকালে জলপাইগুড়ি রোড স্টেশনের বিভিন্ন পরিকাঠামো দিক পরিদর্শন করেন তিনি। কথা বলেন যাত্রীদের সঙ্গেও।*
ঘুরে দেখেন যাত্রী প্রতিক্ষালয় সহ গোটা স্টেশন চত্বর। স্টেশন চত্বরের বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি নতুন কি কি পরিকল্পনা নেওয়া হচ্ছে তা নিয়ে তিনি কথা বলেন জলপাইগুড়ি রোড স্টেশনের অফিসারদের সঙ্গে। জানা গেছে রেল বাজেটের মধ্যে দিয়ে এবার জলপাইগুড়ি রোড স্টেশনের সংস্কার ঘটিয়ে অনেক উন্নয়নমূলক কাজ করা হবে। এই উন্নয়ন মূলক প্রকল্পের আওতায় জলপাইগুড়ি জেলার মোট সাতটি স্টেশন রয়েছে বলে জানা গেছে। এর আগে সবগুলো স্টেশন পরিদর্শন করে কাজের রূপরেখা তৈরি করতেই রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপকুমার সিংয়ের এই পরিদর্শন বলে মনে করা হচ্ছে।