নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৮ ফেব্রুয়ারি:- মহা শিবরাত্রি উপলক্ষে দেবাদী দেব মহাদেবের পূর্ণ তিথিতে সকাল থেকেই ভক্ত সমাগম মালদহের মানিকচক গঙ্গার ঘাটে। প্রত্যেক বছরের মতোই পূর্নার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে মানিকচক গঙ্গার ঘাট থেকে জল কাঁধে করে গন্তব্য স্থলের বাবার মাথায় জল ঢালেন এবং মনস্কামনা পূরণ করেন। শনিবার পূর্ণ তিথিতে ভক্ত সমাগম মানিকচক গঙ্গার ঘাটে ভিড় জমিয়েছেন।
পাশাপাশি মানিকচক থানার পুলিশের তরফে বিশেষভাবে নজরদারি রাখা হয়েছে। নদীতে স্পিড বোর্ডের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এবং মাইকিং সতর্কতা রয়েছে। অন্যদিকে পুজো কমিটির তরফে মেডিকেল চেকআপ রাখা হয়েছে যাতে কোন বোল বোম যাত্রীরা অসুস্থ হলে দ্রুত চিকিৎসা দেওয়া হবে এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। মহা শিবরাত্রি উপলক্ষে ঘাট তীরবর্তী এলাকায় বসেছে মেলা এবং পুলিশি সহায়তা কেন্দ্র করা হয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা মহা শিবরাত্রি উপলক্ষে দেবাদী দেব মহাদেবের পূর্ণ তিথিতে সকাল থেকেই ভক্ত সমাগম...