নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনা থেকে মানুষকে আরও বেশি করে সচেতন করতে রানাঘাট পুলিশ জেলার আবারো অভিনব উদ্যোগ। প্রায় শতাধিক পুলিশ কর্মীকে নিয়ে সাইকেল র্যালির মধ্য দিয়ে পালন পথ নিরাপত্তা সপ্তাহ। এদিন এই সাইকেল র্যালিটি শুরু হয় শান্তিপুর ফুলিয়া থেকে এরপর গোটা শান্তিপুর শহরের রাজপথ ঘুরে শেষ হয় শান্তিপুর থানাতেই। যদিও এই বিশাল সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কে কান্নান, অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত সহ রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচির শেষে শান্তিপুর থানায় সাংবাদিকদের নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। যদিও সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে পুলিশ সুপার কে কান্নান সাধারণ মানুষের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন। তবে আজ থেকে এই কর্মসূচি শুরু হলেও চলবে আগামী সাতদিন পর্যন্ত। যদিও পথ দুর্ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক সচেতনতামূলক কর্মসূচি করা হলেও এখনো পথ দুর্ঘটনার সংখ্যাটা কমেনি, প্রায় দিনই সন্ধ্যের পর থেকেই বিভিন্ন জাতীয় সড়কে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। এখন দেখার পুলিশি সক্রিয় তাই আগামী দিনে পথ দুর্ঘটনার ঘটনা কতটা নিয়ন্ত্রণে আনতে পারে পুলিশ।