কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – চিকিৎসায় সুস্থ করার পর আটটি মোহন তথা কচ্ছপকে ছাড়া হল কোচবিহারের ঐতিহ্যবাহী বাণেশ্বরের শিবদিঘিতে। এদিন মোহনগুলিকে শিবদিঘিতে ছাড়া হয়। ঘটনার কথা জানাজানি হতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে বাণেশ্বরে।
জানা গেছে, অজানা অসুখে বাণেশ্বরের ঐতিহ্যবাহী শিবদিঘিতে একের পর এক মোহনের মৃত্যু হচ্ছিল।পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে গত ৩-৪ মাসে অসুস্থ হয়ে বাণেশ্বরের শিবদিঘির ১৪-১৫টি মোহনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েছিল বহু মোহন। তারপর প্রায় মাস দুয়েক বাদে বন দপ্তরের কর্মীদের চিকিৎসায় সুস্থ হয় আটটি মোহন। তারপর আজ ওই আটটি মোহনকে তাদের নিজস্ব গাড়িতে করে বাণেশ্বরের শিবদিঘিতে নিয়ে আসে। এরপর নিয়ম মেনে মোহনগুলিকে তারা শিবদিঘিতে ছেড়ে দেয়।
এদিন বিষয়টি নিয়ে বাণেশ্বর মোহন রক্ষা কমিটির সভাপতি পরিমল বর্মন জানান, দীর্ঘদিন বাদে সুস্থ হয়ে আটটি মোহন ফের শিবদিঘিতে ফিরে এসেছে। এটা খুবই ভালো খবর।