নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অন লাইনে শিব রাত্রি পূজো করলেন শিব রাত্রি পালন ।মোবাইল সামনে রেখে পূজো করলেন নদিয়ার চাঁদুড়িয়া এক নম্বর জিপির মধ্যচাঁদুড়িয়া দিশানী মুখার্জী। তার মা অসুস্থ বাড়িতে একা বাধ্য হয়ে মোবাইলের মাধ্যমে পূজো করলেন। গয়েশপুর থেকে ঠাকুরমশায় মন্ত্র উচ্চারণ করলেন ।শিমুৱালী তে নিজের বাড়িতে বসে পুজা করলেন দিশানীমুখার্জী।শিব লিঙ্গের পাশে বসে এক ভাবে পুজা দেখা ও অঞ্জলী যেমন দিলেন তেমনি শিবের মাথায় জল ও দিলেন ।অন লাইনে পূজা করে মানসিক শান্তি পেয়েছেন জানিয়েছেন দিশানী বলে জানান,এই ভাবে চার প্রহর পূজা করলেন অন লাইনে।