সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ– পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও তাজা বোমা উদ্ধার বীরভূমে। বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত লালমোহনপুর গ্রামের ক্যানেলের ধার থেকে গতকাল রাত্রে ৫ ড্রাম তাজা বোমা উদ্ধার হয়েছে। ঐ ড্রামগুলিতে ৫০ টিরও বেশি তাজা বোমা ছিল।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাত্রে সদাইপুর থানার পুলিশ লালমোহনপুর গ্রামে অভিযান চালিয়ে ক্যানেলের ধার থেকে পাঁচটি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে। প্রায় পঞ্চাশটিরও বেশি বোমা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি লালমোহনপুর গ্রামের কলা গাছের ঝোঁপ থেকে এক জ্যারিকেন বোমা উদ্ধার করেছিল সদাইপুর থানার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। নির্বাচনের আগে এত বিপুল পরিমাণ তাজা বোম কারা সেখানে মজুদ করেছিল? কি উদ্দেশ্য নিয়ে আনা হয়েছিল এই বোমা গুলো। চলছে তদন্ত। আজ সকালে ঘটনাস্থলে পৌঁছায় বোম নিষ্ক্রিয় প্রক্রিয়াকরণের বিশেষ প্রতিনিধি দল। তাঁরা ঐ ড্রাম ভর্ত্তি তাজা বোমাগুলি নিস্ক্রিয় করেন। বোমা উদ্ধারের ঘটনায় বিজেপির লোকসভা কনভেনার উত্তম রজক জানান, শুধু সদাইপুরে বোমা উদ্ধার করলে হবে না জেলায় বহু জায়গায় আরও বোমা রয়েছে সেগুলো উদ্ধার করতে হবে। বীরভূম এখন বোমার কুটীর শিল্প হয়ে গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, জেলায় নতুন পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন গ্রামে তল্লাশি চালিয়ে বোমা এবং অস্ত্র উদ্ধার করছে পুলিশ। আর বিজেপি নিজেরাই বোম বারুদ নিয়ে আসছে। এমনকী ঝাড়খণ্ড থেকে তাঁরা বোমা নিয়ে এসে এখানে সাপ্লাই করছে।