কালচিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার জয়ঁগা দুই নম্বর গ্ৰাম পঞ্চায়েতে “অঞ্চলে এক দিন ” কর্মসূচি পালিত হল ।

0
367

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার জয়ঁগা দুই নম্বর গ্ৰাম পঞ্চায়েতে “অঞ্চলে এক দিন ” কর্মসূচি পালিত হল । সোমবার সকালে জয়ঁগা হনুমান মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু করে তৃণমূল নেতৃত্বরা। এদিন জয়ঁগা দুই গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জনগণের বাড়ি পৌছে যান তৃণমূল নেতা ও কর্মীরা তাদের সাথে কথাবার্তা বলেন এবং রাজ‍্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরেন । এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক, ব্লক সভাপতি বীরেন্দ্র ওরাঁও সহ তৃণমূলের নেতৃবৃন্দরা।