নক আউট ডিউস ক্রিকেট টুর্ণামেন্টে জয়ী কেন্দুলা ত্রাণ সমিতি।

0
609

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বর্তমান ডিজিটাল যুগে যুব সমাজ মোবাইল গেম, ড্রাগের নেশা সহ একাধিক নেশায় আসক্ত হয়ে পড়ছে। কিন্তু খেলাধূলা ও শরীরচর্চা করতে এবং খেলার মাঠে তাঁদের আর সেরকম দেখা যায় না। তাই যুব সমাজকে নেশা থেকে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং মাঠমুখী করতে বীরভূম জেলার দুবরাজপুরের ইসলাম স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে নক আউট ডিউস ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছিল তারই আজ চূড়ান্ত পর্বের খেলা সম্পন্ন হল ক্লাবেরই নিজস্ব ক্রীড়া ময়দানে। এই ক্রিকেট টুর্ণামেন্ট ১১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল। দুবরাজপুর শহর ও ব্লক এলাকার মোট ৮ টি দল অংশগ্রহণ করেছিল। এদিন ফাইনালে মুখোমুখি হয় কেন্দুলা ত্রাণ সমিতি ও আইএসএ অর্থাৎ ইসলাম স্পোর্টস্‌ এসোসিয়েশন। এই ক্রিকেট টুর্ণামেন্টে কেন্দুলা ত্রাণ সমিতি প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে। জবাবে আইএসএ অর্থাৎ ইসলাম স্পোর্টস্‌ এসোসিয়েশন ব্যাট করতে নেমে ১৭ ওভারে সমস্ত উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে। ফলে এই টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় কেন্দুলা ত্রাণ সমিতি। ইসলাম স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ২০ হাজার টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়। তাছাড়াও বহু আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সনাতন পাল, ক্লাবের সভাপতি সেখ সর্দার আলী, সহ সম্পাদক সেখ আনোয়ার, ক্রীড়া সম্পাদক সেখ নসিম সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, শরীর ও মনকে ভালো রাখতে খেলাধূলার বিকল্প হয় না। খেলাধূলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে। তাই খেলাধূলার মধ্য দিয়ে শরীরচর্চা করা একান্ত প্রয়োজন। কিন্তু বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে ছাত্রসমাজ এমনকী যুব সমাজ অধিকাংশই খেলাধূলা বলতে বোঝে অনলাইন ভিডিও গেম। যা স্বাস্থের পক্ষে ক্ষতিকর যেমন, তেমনই মানসিক বিকাশের পথেও অন্যতম বাধা। তাই বর্তমান সমাজে সকলকে মোবাইল গেম থেকে দূরে রাখতে এবং সুন্দর ও সুস্থ জীবন গঠনের লক্ষে উদ্যোক্তাদের পক্ষ থেকে এই নক আউট ডিউস ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন।