১২ দফা দাবিতে জেলা শাসকের দপ্তর অভিযান ও ডেপুটেশন ১২ ই জুলাই কমিটির।

0
150

আবদুল হাই, বাঁকুড়াঃ ১২ দফা দাবি দাওয়া নিয়ে আজ সোমবার মাচানতলা বঙ্গ বিদ্যালয়ের মাঠ থেকে বিশাল মিছিল বের হয়।মিছিলটি তামলিবাঁধ হয়ে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে শেষ হয়। এরপর জেলা শাসকের দপ্তরের সামনে চলে বিক্ষোভ । নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন সাংবাদিকদের ক্যামেরারার মুখোমুখি হয়ে বলেন, বামফ্রন্ট সরকারের মতো বর্তমান রাজ্য সরকারকেও বছরে দুবার DA দিতে হবে। চাকুরী ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে,যে সকল নেতারা সরকারি কর্মচারী নিয়োগ দুর্নীতিতে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কেন্দ্র সরকারকে মিড ডে মিলের বরাদ্দ বাড়াতে হবে।মিড ডে মিলের দায়িত্ব থেকে প্রধান শিক্ষক মহাশয়দের অব্যাহতি দিতে হবে। এছাড়াও তিনি আরো বলেন সামনে পঞ্চায়েত ভোট অবাধ এবং সুষ্ট ভাবে করতে হবে।