নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২১ ফেব্রুয়ারী––– আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে মাতৃভাষা দিবস পালনের উৎসব। সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ হিলি সীমান্তে শূন্য দেখায় ভারত বাংলাদেশ এর সাহিত্য অনুরাগীরা যৌথভাবে পালন করে ভাষা দিবসের অনুষ্ঠান। প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন বালুরঘাট শহরে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিন প্রভাতী সাহিত্য দর্পণ সংস্থার উদ্যোগে বালুরঘাটে চকভবানী কালীবাড়ি এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বরচিত কবিতা পাঠ, বক্তব্য, নৃত্য, আবৃত্তি পাঠের মধ্য দিয়ে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সংস্থার সম্পাদক ধীমান দাস জানিয়েছেন, ভাষা সংখ্যা প্রকাশের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।