চাকরি চুরি কান্ডের মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার মালদহের অবসরপ্রাপ্ত স্কুল কর্মী।

0
147

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—চাকরি চুরি কান্ডের মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার মালদহের অবসরপ্রাপ্ত স্কুল কর্মী। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদহের ইংরেজবাজার শহরের সানি পার্ক এলাকায়।
সূত্রের খবর, অভিযুক্ত চাকরি যদি চাকরি চুরির পান্ডার নাম আব্দুল খালেক। সে মিল্কি হাই স্কুলের ক্লার্ক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি কয়েক বছর আগে অবসর নেন। পাশাপাশি মিল্কি এলাকায় বেসরকারি স্কুলেও ইংরেজি মাধ্যমে স্কুলের কর্ণধারও ছিলেন তিনি।
চাকরির সুযোগের সুবাদে এক সময় তিনি তৃণমূলের সক্রিয় কর্মীও ছিলেন। একাধিক নেতা-নেত্রীদের সাথে তার যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে। সম্প্রতি সিবিআই চাকরি চুরির কাণ্ডে এজেন্ট হিসাবে গ্রেপ্তার করেছে আব্দুল খালেক কে। সোমবার এলাকায় গেলে দেখা যায় তার বাড়িতে পরিবারের কেউ নেই কথা বলতে চাইলে কেউ সাড়া দেয়নি। যদিও পাড়া প্রতিবেশীরা গ্রেফতারের খবর জানতে পেরে সকলেই হতবাক।
প্রতিবেশীরা জানাচ্ছেন মানুষ হিসেবে তিনি খুব ভালো ছিলেন এলাকার সবার সাথে তিনি কথা বলতেন কয়েক বছর আগে তিনি এখানে বাড়ি করেছেন। তবে চাকরি চুরি কান্ডের তার নাম চলে আসায় হতবাক এলাকাবাসী।