পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

0
170

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর পূর্ব বর্ধমানের উদ্যোগে আজ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল।একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। গর্বের সাথে আজ পালিত হয় পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল, কবি ও সাহিত্যিক দেবেশ ঠাকুর সহ বিশিষ্ট গুণীজন। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল বলেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ এই দিনটি তো ঐতিহাসিক দিন। বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন আমাদের বীর সন্তানরা। আমি বাংলাকে ভালবাসি এবং বাংলা ভাষাকে ভালবাসি। তাই আজ সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হলো।