আবদুল হাই, বাঁকুড়াঃ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি । একুশে ফেব্রুয়ারি গোটা বাংলা তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এই মহান দিনটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সুপরিচিত।১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাঁদের মধ্যে অন্যতম হলেন,রফিক,জব্বার,সালাম সহ অনেকেই।তাই এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।২১ শে ফেব্রুয়ারি বাঙালিদের কাছে আবেগের আর এক নাম। সেইমত আজ বাঁকুড়া জেলার ইন্দাস মহাবিদ্যালয়ে বাংলা বিভাগের পক্ষ থেকে পালন করা হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার জন্য যারা বীরের মতো লড়াই করেছেন সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মহাবিদ্যালয়ে সারাদিন চলে নৃত্য, কবিতা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এদিন বাংলা ভাষা ছাড়াও অন্যান্য ভাষাকে সম্মান প্রদান করার জন্য সাঁওতালী ভাষা ও অলচিকি ভাষার নৃত্য ও গান অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ ড.রাজীব বাগ,ড. উদয়চাঁদ সাহা,ড. তাপস রায় সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগণ
Home রাজ্য দক্ষিণ বাংলা বাঁকুড়া জেলার ইন্দাস মহাবিদ্যালয়ে বাংলা বিভাগের পক্ষ থেকে পালন করা হল আন্তর্জাতিক...