মেলা দেখতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনার স্বীকার এক যুবতী ও এক যুবক অতি আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর করা হয় জেলা হাসপাতালে।

0
282

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারো মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার এক যুবতী ও এক যুবক। অতি আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই স্থানান্তর করা হয় জেলা হাসপাতালে। সূত্রের খবর মঙ্গলবার দুপুরে শান্তিপুর বাগআঁচড়ার বাগদেবী মন্দিরে মেলা দেখতে যাচ্ছিল একটি বাইকে করে দুই যুবতী ও এক যুবক। ঠিক তখনই বাগদেবী মোড়ে ঘটে ভয়ানক পথ দুর্ঘটনা। একাংশ প্রত্যক্ষদর্শীদের দাবি সামনের দিক দিয়ে আসছিল একটি ইলেকট্রিক সাপ্লায়ের গাড়ি ওই যুবক বাইক নিয়ন্ত্রণে না রাখতে পারায় সজরে গিয়ে ধাক্কা মারে গাড়িতে এরপর তিন জনই ছিটকে পড়ে। পেছনে থাকা যুবতী জ্ঞান হারিয়ে ফেললেও মাঝখানে বসে থাকা যুবতী সহ ওই যুবক গুরুতর আহত হয়। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় শান্তিপুর হাসপাতালে সেখানে যুবক ও যুবতীর অবস্থা অতি আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই জেলা হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকেরা। জানা যায় আহত যুবতীর নাম মুক্তিনাথ, বাড়ি শান্তিপুর হরিপুর রায়পাড়ায়। এছাড়াও আহত যুবকের নাম বিষ্ণু সরকার, বাড়ি শান্তিপুর রাজপুত পাড়ায়। পরিবার সূত্রে জানা যায়, ওই যুবক ও যুবতীর বিবাহ ঠিক হয়েছিল বেশ কয়েক মাস আগে। আজ ওই যুবতীর পরিবারের বেশ কিছু সদস্য টোটো গাড়িতে করে যাচ্ছিল মেলা দেখতে, আর ওই যুবতী ও তার বান্ধবী সহ ওই যুবক একটি বাইকে করে যাচ্ছিল। কিন্তু মেলা দেখতে গিয়ে এইভাবে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে তা কখনোই ভাবতে পারিনি পরিবার। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এছাড়াও চোখে মুখে আতঙ্কের ছাপ সৃষ্টি হয়। যদিও ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এরপর ইলেকট্রিক সাপ্লাইয়ের গাড়িটিকে আটক করে নিয়ে আসে শান্তিপুর থানায়। ইলেকট্রিক সাপ্লাইয়ের গাড়িতে থাকা ব্যক্তিদের দাবি, বাইকটি প্রথমে এসে একটি টোটোকে ধাক্কা মারতে মারতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এরপর চলন্ত অবস্থায় তাদের গাড়ির সামনে এসে আছড়ে পড়ে। যদিও পথ দুর্ঘটনার ঘটনাটি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।