ক্রিয়া যোগ শ্রী গুরু জন্মভূমি মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্টিত হতে চলেছে বৃহস্পতিবার।

0
579

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ক্রিয়া যোগ শ্রী গুরু জন্মভূমি মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্টিত হতে চলেছে রানাঘাট হবিবপুর পুরাতন বাজারের কাছে মন্দিরের উদ্বোধন ঘটতে চলেছে বৃহস্পতিবার। গুরুদেব পরমহংস হরিহরানন্দজীর জন্মস্থান হবিবপুর।
শ্রী গুরুজী পরমহংস প্রজ্ঞানানন্দজী চেয়েছিলেন শ্রী গুরুদেবের জন্মভিটাতে একটি মন্দির গড়ে উঠুক আর সেই উদ্দেশ্যে বৃহস্পতিবার এই মন্দিরের শুভ উদঘাটন করা হবে জনসাধারনের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে ।ইতিমধ্যে 172 জন বিদেশি ভক্ত বৃন্দ বিভিন্ন রাজ্য থেকে ভক্ত বৃন্দ সহ হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটবে ।