বকেয়া বেতন ,বিকল্প কর্ম সংস্থান সহ কয়েকটি দাবিতে NCLP কর্মীদের বাঁকুড়া জেলা শাসকের নিকট ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ।

0
152

সুদীপ সেন,  বাঁকুড়:-  গভীর সংকটে সারা ভারতের কেন্দ্রীয় শিশু শ্রম প্রকল্পের স্পেশাল ট্রেনিং এর সাথে যুক্ত থাকা শিক্ষক , অশিক্ষক কর্মচারী বৃন্দ।

গত ১৪/০৩/২২ তারিখে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এক আদেশ নামায় দীর্ঘ পনেরো , কুড়ি বছর কাজ করা কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীন স্পেশাল ট্রেনিং সেন্টার গুলি বন্ধ করে দিয়ে প্রকল্প টিকে সমগ্র শিক্ষা মিশনের সাথে যুক্ত করে।

কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়।

এমন কি শিক্ষক , অশিক্ষক কর্মচারী দের দীর্ঘ দিনের বেতন বাকি রাখা হয়।
ছাত্র, ছাত্রীদের দীর্ঘ দিনের স্টাইপেন্ড বকেয়া রাখা হয়।

এইসকল দাবি সহ বিকল্প কর্ম সংস্থানের দাবিতে ২২ ই ফেব্রুয়ারি ,২০২৩ স্টাফ অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল চাইল্ড লেবার স্কুল, বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে বাঁকুড়ার জেলা শাসকের নিকট একটি ডেপুটেশন দেওয়া হয়।
অনুষ্ঠিত হয় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি।

সংগঠনের সভাপতি চিরঞ্জিত গরাই বলেন, ৩৯ মাসের শিক্ষক , অশিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন, ছাত্র, ছাত্রীদের ৪৮ মাসের স্টাইপেন্ড ও বিকল্প কর্ম সংস্থানের দাবিতে জেলা শাসকের নিকট স্মারক লিপি ও অবস্থান ,বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হলো।

সংগঠনের জেলা সম্পাদক সুদীপ সেন ডেপুটেশন শেষে বলেন, খুব ইতিবাচক ডেপুটেশন ও আলোচনা হয়েছে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মহাশয়ের সাথে।

তিনি দিল্লি থেকে যাতে বকেয়া টাকা দ্রুত আসে সেই বিষয়ে যোগাযোগ করে ব্যবস্থা করার কথা বলেন। সাথে সাথে জেলার এন, সি, এল পি দপ্তরের যে তহবিল গচ্ছিত আছে তা থেকে যত টা সম্ভব টাকা শিক্ষক, অশিক্ষিক কর্মচারী দের দেওয়া যায় সেই বিষয়ে বর্তমান সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কে বিষয় টি অতি দ্রুত দেখতে বলেন।

ডেপুটেশনে অতিরিক্ত জেলাশাসক ,সাধারণ এর কাছে শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের বর্তমান দুর্বিষহ অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে যে কন্টিজেন্সি ও বাড়ি ভাড়ার টাকা পৌরসভা ও ব্লক গুলিতে জমা আছে দীর্ঘ দিন ধরে তা স্কুল গুলিকে দেওয়ার কথা বলেন সম্পাদক সুদীপ সেন, অলোক রানা, সাধন গুলি মাজি, ডালিয়া ম্যাডাম, জয়তু দাস, শুক্লা ম্যাডাম সহ প্রতিনিধি দলের সদস্য বৃন্দ।