বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের উদ্যোগে সচেতনতা শিবির হল খাতড়ায়।

0
258

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের উদ্যোগে সচেতনতা শিবির হল খাতড়ায়। বুধবার খাতড়া পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ওই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বনদপ্তর জানায় এই সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য হলো, বর্তমান সময়ে জঙ্গলের শুকনো পাতায় আগুন না লাগানোর বিষয়ে ও বন্যপ্রাণীদের বিনা কারণে হত্যা না করার বিষয়ে এদিনের সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরের প্রথমে খাতড়া রেঞ্জ অফিস থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। বনদপ্তরের কর্মীরা, স্থানীয় মানুষজন সহ স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সচেতনতামূলক প্লেকার্ড হাতে নিয়ে খাতড়া শহর পরিক্রমা করে পদযাত্রা বিডিও অফিসে শেষ হয়। পদযাত্রা শেষে শিবির শুরু হয়। পদযাত্রা ও শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য বনপাল ডক্টর এস কুনাল ডাইভেল, ডিএফও বাঁকুড়া দক্ষিণ ই বিজয় কুমার, এডিএফও মধুর মিলন ঘোষ, খাতড়ার এসডিও নেহা বন্দ্যোপাধ্যায়, এসডিপিও কাশীনাথ মিস্ত্রি, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ চন্দনা অধিকারী সহ অন্যান্যরা।