নিজস্ব সংবাদদাতা, মালদা: বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলএক ব্যক্তির। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সদরঘাট এলাকায়। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম হারাধন সাহা বয়স ৫০। বাড়ি হবিবপুর থানার বক্সিনগর এলাকায়। জানা যায় এদিন কাজে যাওয়ার পথে সদরঘাট এলাকায় বেপরোয়া একটি বেসরকারি বাস তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পরে মালদা থানার পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।