কাউন্সিলরের প্রশংসায় পঞ্চমুখ মানুষ, বিপদের হাত থেকে রক্ষাকরার কাজ করলেন তিনি।

0
155

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ট্রান্সফরর্মায় সর্ট সার্কিট,কাউন্সিলরের তৎপরতায় বিপদের হাত থেকে বাঁচল পথচারী মানুষ। জলপাইগুড়ি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অন্তত গত কদমতলা হনুমান মন্দির সংলগ্ন এলাকার ঘটনা। জানা গেছে,বুধবার রাতে কদমতলা হনুমান মন্দিরের পাশে বিদুৎতের ট্রান্সফর্মায় আগুন জ্বলে উঠে। আশেপাশের দোকান দাররা বালি দিয়ে কোন মতে আগুন নিভিয়ে দেয়। কিন্তু বিপদের কথা হলো সেই ট্রান্সফরমারটি সর্ট সার্কিট অবস্থায় ছিল। যখন তখন একটা বিপদ হতে পারত‌। হাত দিলে কারেন মারছিলো।সেই ঘটনার খবর কাউন্সিলর সুব্রত পাল পাওয়ার সাথে সাথেই এক মিনিট দেরী না করেই বিদু্্য দপ্তরে খবর দেন। পাশাপাশি আরো কয়েকজন লোককে পাঠিয়ে দেন ঐ জায়গায়। বিদ্যুৎ দপ্তরের লোকজন এসে সাথে সাথে ঐ ট্রান্স ফরমার থেকে সর্ট সার্কিট হয়ে যাবাকে মুক্ত করেন।ফলে আশেপাশের লোকজন ও দোকান দার রা চিন্তা মুক্ত হন। একজন কাউন্সিলর নিজের দায়িত্বর বিষয়ে সচেতন তা আবার প্রমান করলো সুব্রত পাল।এই কাজে খুশি আশেপাশের দোকান দাররাও।