জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলা দিয়ে এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো বৃহস্পতিবার। জেলায় এবার মোট মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় ২৪ হাজার ৬০০। এই বছর পর্ষদের নতুন নিয়ম জারি করা হয়েছে যে, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। এবছর মাধ্যমিক পরীক্ষার্থী জলপাইগুড়িতে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি।
নতুন করে ক্লক রুম রাখা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। যেখানে ছাত্রছাত্রীরা প্রথমে প্রবেশ করে ব্যাগ এবং বাকি সরঞ্জাম রেখে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে পারছে । পুলিশ প্রশাসনের ক্ষেত্রে শুধুমাত্র অফিসার রাঙ্কের পুলিশ কর্মীরাই ভেতরে প্রবেশ করতে পারবেন এবং সিভিক ভলেন্টিয়ার গেটের বাইরে থাকার নির্দেশ আছে এই বছর।
জলপাইগুড়ি জেলায় এইবছর কমল মাধ্যমিক পরীক্ষাথীর সংখ্যা।এইবার ছাত্রর তুলনায় ছাত্রীর সংখ্যা থাকছে বেশি। সেন্টারগুলোতে থাকছে তিনটি করে সিসি ক্যামেরা।সেন্টারগুলোর ভিতরে থাকতে পারবে না কোন সিভিক ভলেন্টিয়ার।এমনটাই রয়েছে বোর্ডের নতুন নির্দেশিকা।
2023সনের এই বছরের মাধ্যমিক পরীক্ষাশুরু হলো আজ আজ অর্থাৎ 23শে ফেব্রুয়ারি থেকে 4মাচ পর্যন্ত,চলবে এই পরীক্ষা।এবার প্রায় চবিবশ হাজার,৬০০ পরীক্ষার্থী মাধ্যমিকপরীক্ষা দিচ্ছে। তার মধ্যে ছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে তেরো হাজার , ছাত্রর সংখ্যা প্রায় দশ হাজারের কিছু বেশি।ভেনু থাকছে 98টি।মূল সেন্টার 22টি ।নকল এড়ানোর জন্য প্রতি বিদ্যালয়ে তিনটি করে সিসি ক্যামেরা থাকছে।