তৃণমূলের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা প্রদান।

0
397

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- রাজনীতি নয়, সামাজিক কাজের অঙ্গ হিসেবেই মাধ্যমিক পরীক্ষার্থীদের পানীয় জলের বোতল ও কলম তুলে দেওয়া হল আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজ জীবনের সবথেকে বড় পরীক্ষায় বসলো মাধ্যমিক পরীক্ষার্থীরা। তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হল। এদিন দুবরাজপুর পৌর এলাকার চারটি বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে একটি করে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। যদি কোনো পরীক্ষার্থী সমস্যার সম্মুখীন হয় তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সহায়তা করবেন বলে জানা যায়। দুবরাজপুরের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ, দুবরাজপুর আর.বি.এস.ডি হাই স্কুল, তপন বসু বিদ্যানিকেতন ও শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যা মন্দির ফর্ গার্ল্স স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের একটি করে কলম ও জলের বোতল তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সাগর কুণ্ডু, প্রিয়াঙ্কা দাস সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য জানান, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম ও জলের বোতল তুলে দিলাম। পাশাপাশি পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় তার জন্য চারটি পরীক্ষা কেন্দ্রের বাইরে সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করেছি। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, আমরা আজ নতুন নয়, প্রতিবছর এই অনুষ্ঠান করে আসছি। নাম না করে বিজেপি প্রসঙ্গে তিনি জানান, আমাদের দেখে এখন অনেক রাজনৈতিক দল এরকম অনুষ্ঠান করছে। দেখে খুব ভালো লাগল। তাঁদেরও মঙ্গল কামনা করি।