দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর নাটকের শহর নামে পরিচিত। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই শহরের নাট্য প্রেমের কথা মাথায় রেখে তৈরি হয় একটি জাতীয় মানের নাট্য একাডেমী। তৈরি হওয়ার পরেই করোনা সংকট শুরু হয়ে যাওয়ায় নাট্য উৎকর্ষ কেন্দ্র নামে এই কেন্দ্রটি করোনা সংকটের জন্য দীর্ঘদিন নাটকের জন্য ব্যবহার হয়নি । এই কেন্দ্রটিকে করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার করতেন। করোনা সংকট কেটে যেতে অবশেষ জেলা প্রশাসন পুরোপুরিভাবে এই সংস্থাটিকে নাটকের জন্য ব্যবহার শুরু করলো। এখানে রয়েছে বিশ্বমানের ব্ল্যাক বক্স। যা ভারতবর্ষে এক দুটি কেন্দ্রে রয়েছে। পশ্চিমবঙ্গে এমন ব্ল্যাক বক্স নেই । আর সেই নাট্য উৎকর্ষ কেন্দ্র কে মূল উপজীব্য করে নাট্য উৎসব আয়োজন করেছে জেলা প্রশাসন। আগামী ২৪ শে ফেব্রুয়ারি থেকে ১ লা মার্চ পর্যন্ত এই নাট্যপার্বণ চলবে। জেলার ২২ টি দল এই নাট্য পার্বণে অংশগ্রহণ করবে। বুধবার সন্ধ্যায় এই নাট্য পার্বণ ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক একটি সাংবাদিক সম্মেলন করেন। কেন্দ্রে এ সাংবাদিক সম্মেলনে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বিশিষ্ট আইনজীবী সুভাষ চাকি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নাটক পার্বণ ঘিরে কি কি ব্যবস্থা করা হয়েছে তা সবিস্তারে আলোচনা করেন জেলাশাসক।