নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই গোটা নদীয়া জেলার বিভিন্ন বিদ্যালয় গুলির সামনে মুড়ে ফেলা হয়েছে পুলিশই কড়া নিরাপত্তায়। যদিও সকাল দশটা বাজার পর থেকেই পরীক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেছে। প্রথম দিনে পরীক্ষার খুঁটিনাটি জানতে একটু সময় লেগে যায়, তাই পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ১১ঃ৪৫ মিনিট থেকে। তার আগে থাকতেই বিদ্যালয়গুলির সামনে চলছে পুলিশি করা নজরদারি। যেকোনো অপ্রীতকর ঘটনা এড়াতে করা নজরদারির মধ্যে দিয়ে প্রস্তুত পুলিশ কর্মীরা। সূত্রের খবর, গোটা নদীয়া জেলায় মাধ্যমিক পরীক্ষা কে কেন্দ্র করে বিদ্যালয় গুলির সামনে কয়েক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কোন পরীক্ষার্থী যাতে অসুস্থ হয়ে না পারে সেদিকেও করা নজর পুলিশের। প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে স্বাস্থ্য শিবির, এছাড়াও জরুরী ক্ষেত্রে করা হয়েছে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীরা জানিয়েছেন, প্রথম মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞতা যথেষ্টই আনন্দের। এছাড়াও পরীক্ষায় অনেকটাই সাফল্য পাবে তারা। তবে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বলে অভিভাবকদের উৎসাহ অনেকটাই নজরে পড়ে। অন্যদিকে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগেই পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দিতে দেখা গেল বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের।
Home রাজ্য দক্ষিণ বাংলা মাধ্যমিক পরীক্ষা কে কেন্দ্র বিদ্যালয়গুলির সামনে পুলিশি করা নিরাপত্তা, জরুরি ক্ষেত্রে একাধিক...