নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের আগে আবারো দিনে দুপুরে বোমা আতঙ্ক। জেলা পুলিশ সুপারের অফিস সংলগ্ন রেজিস্ট্রি অফিসে মিলল বোমা। উদ্ধার হয় চার চারটি তাজা বোমা। বোমা গুলি উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগরের। সূত্রের খবর কৃষ্ণনগর পুলিশ সুপারের অফিসের ঠিক পাশেই রয়েছে রেজিস্ট্রি অফিস। প্রতিদিনের মতো আজও রেজিস্ট্রি অফিসে কাজ করতে আসে ল ক্লাকরা। তাদের দাবি অফিসের পেছনে একটি ব্যাগ লক্ষ্য করে তারা কাছে গিয়ে দেখে ব্যাগের মধ্যে রয়েছে চার চারটি তাজা বোমা। এরপরেই ব্যাপক আতংক সৃষ্টি হয় তাদের মধ্যে। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়, ঘটনাস্থলে গিয়ে চাট চারটি তাজা বাবা উদ্ধার করে পুলিশ। অন্যদিকে রেজিস্ট্রি অফিসের ভেতর থেকে চার চারটি তাজা বাবা উদ্ধার করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে রেজিস্ট্রি অফিসের ভেতরে কিভাবে বোমা এলো তা নিয়ে ঘোরাফেরা করছে একাধিক প্রশ্ন। যদিও বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। তবে কি পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলে বোমা লুকিয়ে রেখে গোপন করার চেষ্টা চলছিল। এখন দেখার পুলিশী তদন্তে এই বোমা উদ্ধারের ঘটনায় কি উঠে আসে।
Home রাজ্য দক্ষিণ বাংলা দিনে দুপুরে রেজিস্ট্রি অফিসের ভেতর থেকে চার চারটি তাজা বোমা উদ্ধার, ঘটনায়...