কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: এতদিন তৃণমূল সরকারই চায়নি এখান থেকে বিমান চালাতে। কেন্দ্রীয় সরকার জেলায় জেলায় বিমানবন্দর তৈরি করছে। নিশীথ প্রামানিক যেদিন থেকে সাংসদ হয়েছেন,সেদিন থেকে এই বিমান চালানো নিয়ে চেষ্টা করে যাচ্ছেন। অবশেষে তা সফল হল। তৃণমূল সরকারের সদিচ্ছা থাকলে বহু আগেই এই বিমান পরিষেবা শুরু হত”। গতকাল কোচবিহারে এসে এমনি মন্তব্য করেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যা নিয়ে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের দাবি, মাথামোটা দিলীপ ঘোষ জানেন না কোচবিহার বিমানবন্দরের রানওয়ে লম্বা করতে সেখানকার একটা নদী ছিল। সেটাকে সরিয়ে দেওয়ার জন্য টাকা খরচ করা হয়। বিমানবন্দরের চৌকি শুরু করে পরিকাঠামোগত উন্নয়ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। যে কোন বিমান চালু করতে গেলে রাজ্য সরকারের সাপোর্ট ছাড়া সেই বিমান চালু করা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিমান পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছিলেন। তারপরেই এই বিমান পরিষেবা শুরু হয় বলে দাবি রবীন্দ্রনাথ ঘোষের।