মানবিক মুখের পরিচয় দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক নেপাল চন্দ্র নন্দী ।

0
168

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- মানুষ হয়ে মানুষের পাশে থাকবো মানুষের জন্য কাজ করব আজকের সমাজে এর থেকে বড় আর কি হতে পারে । আবারো মানবিক মুখের পরিচয় দিন অবসরপ্রাপ্ত শিক্ষক নেপাল চন্দ্র নন্দী । মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দিলেন পানীয় জলের বোতল ।

শুক্রবার সোনামুখী পৌরশহরের সোনামুখী বিধানচন্দ্র বয়েজ হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল তুলে দিলেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক । ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে তার এই উদ্যোগ বলে জানাচ্ছেন তিনি । তবে সারা বছরই তিনি মানুষের সেবায় নিয়োজিত থাকেন । অবসরপ্রাপ্ত শিক্ষকের এই কর্মসূচিকে সফল করতে এদিন উপস্থিত ছিলেন সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি সোনামুখীর বিশিষ্ট সমাজসেবী প্রবাল মুখার্জি রাধামোহনপুর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।

নেপাল চন্দ্র নন্দী আমাদের ক্যামেরার মুখোমুখী হয়ে জানান , জল তৃষ্ণ পেলে পরীক্ষার ক্ষতি করে যাতে পরীক্ষার্থীদের বাইরে যেতে না হয় সে কারণে পরীক্ষার্থীদের এই পানীয় জলের বোতল দেওয়া হল ।

সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী তিনিও নেপাল চন্দ্র নন্দীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । তিনি বলেন , নেপাল চন্দ্র নন্দী অত্যন্ত সামাজিক তার এই কাজে আমি অত্যন্ত অভিভুত।