চিকিৎসার গাফিলতির কারণে রোগী মৃত্যু , উত্তেজনা শালতোড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।

0
153

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ খোদ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যথাযথ চিকিৎসা না হওয়ায় মৃত্যু ঘটলো এক ব্যক্তির, এই অভিযোগে উত্তাল বাঁকুড়ার শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উল্লেখ্য শালতোড়া ব্লকের শিরপুরা গ্রামের বাসিন্দা সীমান্ত বাউরী(৪৫) গতকাল সন্ধ্যাবেলায় অত্যাধিক পরিমাণে বমি হওয়ার কারণে চিকিৎসার জন্য আসেন শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ সেই সময় স্বাস্থ্যকেন্দ্রে কোন ডাক্তারবাবু উপস্থিত ছিলেন না।ওই সংশ্লিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সরা তাঁকে ভর্তি নেয় এবং ফোনের মাধ্যমে ডাক্তার বাবুর সাথে শলা-পরামর্শ করেন। সঠিক চিকিৎসা না মেলায় ভোররাতে শারীরিক অবস্থার অবনতি ঘটে ঐ ব্যাক্তির,শেষমেষ ভোররাতে ডাক্তারবাবু এলে রোগিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ স্থানান্তরিত করার পরামর্শ দিলে তৎক্ষণাৎ রোগীর মৃত্যু ঘটে।বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে রোগীর আত্মীয় পরিজনেরা শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখাতে থাকে।কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। রোগীর পরিবার এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী করেছেন ওই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসককে, চিকিৎসার পরিকাঠামো ঠিকঠাক থাকলেও ডাক্তারবাবু আসার সময় আসেন না ওই স্বাস্থ্য কেন্দ্রে এমনটাই জানাচ্ছেন তারা। পুরো বিষয়টির খবর পেয়ে শালতোড়া থানার পুলিশ ছুটে আসে ঘটনা স্থলে। পুলিশ ড্যামেজ কন্ট্রোলার চেষ্টা করলেও, বিক্ষোভ চলতেই থাকে।যদিও পুরো বিষয়টি অস্বীকার করেন ঐ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সামন্ত হাঁসদা।


বিষয় যায় হোক না কেন চিকিৎসার পরিকাঠামো মজুদ থাকা সত্ত্বেও,ডাক্তারের গাফিলতিতে রোগীর মৃত্যু একটা প্রশ্ন চিহ্ন রেখেই দিচ্ছে?