দিদির কর্মসূচিতে গিয়ে স্কুলের মিড ডে মিল খেলেন রবীন্দ্রনাথ ঘোষ।

0
301

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে স্কুলের পরিদর্শন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি কোচবিহার ২ নং ব্লকের খাগড়াবাড়ি এলাকায় দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেখানে বটতলা শিব মন্দিরে পুজো দিয়ে ওই কর্মসূচি শুরু করেন রবীন্দ্রনাথ ঘোষ। সেই কর্মসূচিতে গিয়ে কোচবিহার পৌরসভার ৩ নং ওয়ার্ডে অবস্থিত কলা বাগান হাই স্কুলে যান। সেখানে শিক্ষকদের সাথে কথা বলেন এবং ছাত্রছাত্রীদের বিষয়ে খোঁজ খবর নেন। এদিন ওই স্কুলের মিড ডে মিলের গুণগত মান খতিয়ে দেখেন এবং ওই স্কুলের মিড ডে মিলের খবর খান।

এদিন এবিষয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, আজ কোচবিহার ২ নং ব্লকে খাগড়াবাড়ি এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ছিল।আজ সকালবেলা বটতলা শিব মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি শুরু করি। তারপর জনসংযোগ কর্ম সূচি শুরু হয়। সেই কর্মসূচির অংশ হিসেবে কোচবিহার কলাবাগান হাই স্কুলে পরিদর্শন করতে যায়। এখানে পর্যাপ্ত পরিমাণে ওই স্কুলের শিক্ষক রয়েছে কিনা তা জানার চেষ্টা করি এবং ছাত্র-ছাত্রী কেমন রয়েছে তা জানার চেষ্টা করি। এবং ইস্কুলের মাঠ সংস্কারের জন্য তারা দাবি জানিয়েছিল সেটাও দেখেছি। স্কুলের মিড ডে মিলের খাবার কেমন তার গুণগত মান পরীক্ষা করার জন্য আমি নিজে ওই মিড ডে মিলের খাবার খেয়ে দেখেছি। তারপর আজ দুপুরে দলীয় কর্মীর বাড়িতে, মধ্যাহ্নভোজন রয়েছে। সেই মধ্যাহ্নভোজনের পর একটি কর্মসূচি রয়েছে সেখানে অংশ গ্রহণ করবো।