দিদির সুরক্ষা কবচ নিয়ে আমরুল অঞ্চলে হাজির দিদির দূতেরা।

0
247

আবদুল হাই,বাঁকুড়া:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবীনতম সংযোজন হলো ‘দিদির দূত’ প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা কর্মী মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনছে।যদি কেউ পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প থেকে বঞ্চিত হয়ে থাকে তার সুরাহা মিলছে দিদির দূতেদের হাত ধরে।


এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আমরুল অঞ্চলে পালিত হল ‘দিদির দূত’ প্রকল্প, উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, ইন্দাস তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য নেতা কর্মীরা। এদিন পাজকোনা গ্ৰামে শ্রী শ্রী বসন্ত চন্ডী মাতার মন্দিরে পূজো দিয়ে কর্মসূচি শুরু হয়। তারপর এলাকার মানুষদের সাথে কথা বলেন এবং কেনেটী প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের খাবারের গুণগতমান খতিয়ে দেখেন বিধায়ক অলোক মুখার্জী। এইসব কর্মসূচির পরে আমরুল গ্রামে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তারা।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, আমরা যখন মানুষের দরজায় দরজায় যাচ্ছি প্রত্যেকটা মানুষ দরজার থেকে বেরিয়ে এসে খুশি মনে দিদি দূতেরদের স্বাগত জানাচ্ছে এবং বাড়ির মেয়েরা বাইরে বেরিয়ে এসে বলছে সব সুযোগ সুবিধা পাচ্ছে তারা। সবে মিলে এদিনের কর্মসূচীতে মানুষের যথেষ্ট সাড়া মিলেছে।