নিশীথে কনভয়ে হামলার অভিযোগ, তৃণমূল – বিজেপির মধ্যে হাতাহাতি, বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ।

0
300

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- দিনহাটায় আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়। বোমা-পাথরবৃষ্টি, গাড়ি ভেঙে চুরমার। এলাকায় গুলি চলার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। নিশীথের কনভয়কে কালো পতাকা দেখায় তৃণমূল। কালো পতাকা দেখানো ঘিরে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি। পাল্টা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে বলে অভিয়োগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।

জানা গিয়েছে, অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের কনভয়কে লক্ষ্য করে চলে এদিন হয় বোমা বৃষ্টি। ছোড়া হয় পাথরও। সেই আঘাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বাড়ি ঘেরাওয়ের পর এবার কনভয়ে হামলা। কোচবিহার জেলার দিনহাটার বুড়িরহাটের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। গোটা এলাকায় থমথমে পরিস্থিতি। বুড়িরহাটে তৃণমূল কংগ্রেসের ও বিজেপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুইপক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে বোমাবাজি,গুলি চালানোর অভিযোগ। তৃণমূলকর্মীদের বিরুদ্ধে ভাঙচুর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের গাড়ি ভাঙার অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে নিশীথকে কালো পতাকা দেখানোর অভিযোগ। এলাকা মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী । দুই পক্ষকে ছত্রভঙ্গ করে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। দুইপক্ষ রাস্তায় দুইপাশে থাকায় উত্তেজনা রয়েছে। কোচবিহার সহ বিভিন্ন থানা এলাকা থেকে বিরাট পুলিশ বাহিনী বুড়িহাটে নিয়ে আসা হয়েছে।

এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘পুলিশ হামলাকারী তৃণমূল কর্মীদের নিরাপত্তা দিয়েছে। রাজ্যে এমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না।’

এই প্রসঙ্গে রাজ্য তৃণমূলের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বুড়িরহাট এলাকায় সাধারণ মানুষ তারা নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করে। নিশীথ প্রামাণিকের সঙ্গে সাংগোপাঙ্গ, গুন্ডা, বদমাইশ এবং সিআইএসএফ জোয়ানরা সব মিলে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে এবং গাড়ি ভাংচুর করে এবং সেখানে ফাঁকা গুলি চালানো হয়। এবং এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়। এটার নিন্দা প্রকাশ করছি। প্রশাসনের কাছে অনুরোধ করছি এই ঘটনার তদন্ত করে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করুক। দিলীপ ঘোষ এবং নিশীথ প্রামাণিকরা হলো সমাজবিরোধী। তারা ওই এলাকায় গেছে সন্ত্রাস সৃষ্টি করতে।