পারিবারিক নির্যাতনের কেস ই বেশি শুনতে হয় মানসিক স্বাস্থ্য নিয়ে সচেনতামূলক কর্ম শালায় যোগ দিতে এসে বললেন লীনা গঙ্গোপাধ্যায়।

0
182

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- শনিবার জলপাইগুড়ি সোশ্যাল ওয়েফেয়ার বিভাগের ব্যবস্থাপনায় রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে স্থানিয় রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো এই বিশেষ কর্ম শালা,।
সভায় স্কুলের ছাত্র ছাত্রী সহ সংশ্লিষ্ঠ দপ্তরের আধিকারিক, পুলিশ বিভাগে কর্মীরা অংশ নেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাসক মৌমিতা গোধরা বসু, পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা।
মানষিক সাস্থ্য সম্পর্কিত এই সচেতনতা মূলক কর্ম সালায় উপস্থিত রাজ্য মহিলা কমিশনের চেয়ার পার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেন , মহিলা কমিশন হলো একটি ছাতা, এই ছাতার তলায় এসে একজন মহিলা প্রশাসনিক দিক থেকে অনেক সাহায্য পেতে পারেন, বলতে এবং শুনতে খারাপ লাগলেও এই মুহূর্তে সব থেকে বেশি কেস সামনে আসে পারিবারিক নির্যাতনের।
আগামী বছরের মধ্যে এমন সচেতনতা মূলক কর্ম সালার মাধ্যমে কলেজ এবং বিশ্ব বিদ্যাল়গুলোর তিন হাজার ছাত্র ছাত্রীদের মধ্যে পৌছানোর লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে জেলা শাসক মৌমিতা গোধোরা বসু বলেন বিভিন্ন ভাবে মহিলারা অত্যাধিক ট্রেস নিয়ে ফেলে এমন কিছু করে ফেলছেন যেটা কাম্য নয়, আজ যারা এই কর্মসালায় এসেছেন আমি আসা করবো এখান থেকে শেখা বিষয়গুলো আপনারা নিজ নিজ কর্ম স্থলে এবং আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে দেবেন।

জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো নিজের সংক্ষিপ বক্তব্যে বলেন, আমরা সবাই এই কর্মশালা থেকে অনেক কিছু শিখতে পারবো এমনটাই আসা করছি।