মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ তিন ছাত্রী, পরীক্ষা হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

0
223

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা। পূর্ব বর্ধমান জেলা জুড়েও মাধ্যমিক পরীক্ষার্থীদের সেন্টার দেওয়া হয়েছে জেলার বিভিন্ন জায়গায়। সেই মর্মেই ওর গ্রাম হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার সেন্টার পরে বর্ধমান শহরের বালিঘাট হাই মাদ্রাসাতে। তারপরই সেন্টারে পৌঁছে অসুস্থ বোধ করে তিন ছাত্রী। তারপরই ফোন যায় ওরগ্রাম হাই মাদ্রাসায়। সঙ্গে সঙ্গে বর্তমান শহরের বালিঘাট হাই মাদ্রাসাতে উপস্থিত হন ওরগ্রাম হাই মাদ্রাসার শিক্ষক আনারুল হক। বর্ধমান শহরের বালিঘাট হাই মাদ্রাসা সেন্টারে প্রাথমিক চিকিৎসা করা হয় সেই ছাত্রীদের। পরবর্তীকালে তারা বেশি পরিমাণ অসুস্থ বোধ করলে তাদের নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে এবং খবর দেয়া হয় অভিভাবকদের। ওর গ্রাম হাই মাদ্রাসার শিক্ষক শেখ আনারুল হক বলেন, আজ মাদ্রাসা ফাইনাল আরবি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা ছিল। তিনজন ছাত্রী পরীক্ষা দিতে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। এরা সবাই ওর গ্রাম হাই মাদ্রাসার ছাত্রী। এদের বাড়ি ভাতার থানার অন্তর্গত ওর গ্রাম পার্শ্ববর্তী এলাকায় আমি এখানে এসে অভিভাবকদের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম বাড়িতেই এক ছাত্রী একটু অসুস্থ বোধ করেছিল তারপর সেন্টারে আসার পর বেশি পরিমাণ অসুস্থ বোধ করে। তারপরে সেন্টার থেকে আমাদের ফোন করা হয় আমরা এসে এখানে উপস্থিত হই। তারপর এখন খানিকটা স্বাভাবিক বোধ করায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেই তারা পরীক্ষা দিচ্ছে। মমতাজ খাতুন এর বাবা বলেন, বাড়িতে মেয়ে সেরকম ভাবে অসুস্থ বোধ করেনি। সেন্টারে আসার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। আমার মেয়ে ওর গ্রাম হাই মাদ্রাসার ছাত্রী। আমাকে ফোনে জানানো হয় যে আমি আপনার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আমরা তড়িঘড়ি ছুটে আসি এবং খানিকটা সুস্থ আছে। হসপিটালে বসেই পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে।