একি কাণ্ড, নিজের জীবন বাঁচাতে কামড় দেওয়া বিষধর সাপকে হাসপাতালে নিয়ে হাজির যুবক।

0
144

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সাপ নিয়ে হাজির হাসপাতালে রোগী।নিজের জীবন বাঁচাতে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতলে হাজির রোগী । রোগীর অবস্থা আশঙ্কাজনক ।ঘটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুরের নিধীরপোতায়। প্রতিবেশীরা জানিয়েছেন মাঠের কাজ করে বাড়ি ফেরার পথে পায়ে কামড় মারে সাপটি । এলাকাবাসীরা গিয়ে ঘটনাস্থল থেকে সেই সাপটিকে উদ্ধার করে । সাপটিকে ব্যাগের ভিতর নিয়ে আশঙ্কাজনক অবস্থায় যুবক কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে চলে আসে। কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা বিষধর সাপটিকে দেখে চিহ্নিত করে তার ইনজেকশন প্রয়োগ করেন । এরপরও যুবকের অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শক্তিনগর জেলা হাসপাতালে যুবককে স্থানান্তর করে। হাসপাতাল সূত্রে জানা গেছে যুবকের নাম সমীর বিশ্বাস বয়স ৩০ বছর। যদিও এই ঘটনায় রাজ্য হয়ে পড়ে চিকিৎসকেরা।