কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ জি এস এফ পি স্কুলে বেনিয়মের অভিযোগ।

0
280

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- সোমবারে হাটকে কেন্দ্রে করে কালিয়াগঞ্জ শহরে প্রায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকে, তার পরিবর্তে রবিবার দিন স্কুল খোলা থাকে। কিন্তু শিক্ষক-শিক্ষিকারা রবিবার দিনটিকে ছুটির দিন হিসেবেই কাটায় রবিবার যেন এক ছুটির মেজাজে থাকে শিক্ষক শিক্ষিকারা কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ জি এস এফ পি স্কুলে শিক্ষক-শিক্ষিকা রয়েছে, মাত্র একজন পার্শ্ব শিক্ষিকা দিয়েই স্কুল চালাচ্ছিলেন রবিবার দিন, প্রধান শিক্ষিকা তিনি সাংবাদিকের ক্যামেরায় ১১ঃ০০ টা বাযে ৫৮ মিনিটে প্রায় ১২টা ধরা পড়েন ধরা পড়তেই তিনি আমতা আমতা শুরু এবং তিনি বলেন আমি অসুস্থ তার সাথে তিনি বলেন আমি আজ সিরিয়াল নেওয়ার ইচ্ছা ছিল, তার সাথে সাথে তিনি জানান আজ খাতায় সই করবেন না, কিন্তু আরেক দিকে এলাকাবাসীর অভিযোগ তিনি প্রায় সই দেরি করে স্কুলে আসেন, একাধিক অজুহাত দেখান, তার সাথে সাথে অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও দেরি করে আসে, কোথায় আছে সঙ্গ দোষে লোহা বাসে। মহেন্দ্রগঞ্জ জিএসএফপি স্কুলে আসলে এমনই চিত্র দেখা যাবে, যেখানে প্রধান শিক্ষিকাই বারোটায় স্কুলে আসে সেইখানে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের কিবা বলা যায়, পার্শ্ব শিক্ষিকাদের দিয়ে স্কুল চালানো হয়।স্কুলে আটজন শিক্ষক শিক্ষিকা রয়েছে, ছাত্র-ছাত্রীদের বক্তব্য তিনজন শিক্ষিকা সময় মতন স্কুলে আসেন ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন করেন, কিন্তু অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা সময় মতন স্কুলে আসে না,পার্শ্বশিক্ষক সুব্রত কর্মকার সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে তিনি বলেন স্কুলে আসার লাস্ট সময় ১১ঃ৩৭ প্রশাসনের কাছে প্রশ্ন থাকছে স্কুলে আসার সঠিক সময় কখন। এবারে দেখার বিষয় প্রশাসন এই ব্যাপারে কি ভূমিকা নাই।