পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রেমের আত্মঘাতী যুবক, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের কেশাপাট অঞ্চলের অন্তর্গত বারুইপুরে, জানা গিয়েছে মৃত যুবকের নাম তাপস রায়, বয়স আনুমানিক ৩২ বছর, স্থানীয় সূত্রে জানা যায় রবিবার ভোর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই যুবক। পরিবার সূত্রে জানা যায়, প্রেমে আঘাত পেয়ে এমন ঘটনা ঘটায় তাপস। দীর্ঘদিন ধরে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল তাপসের কিছুদিন আগে এসে জানতে পারে সেই মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে। এরপর গতকাল ভোররাতে বাড়ির সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তাপস। সকালে পাড়া-প্রতিবেশী এবং বাড়ির লোকজন মিলে বাড়ির দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। তাপসের মৃতদেহের কাছ থেকে একটা সুসাইট নোট পাওয়া যায়।ভালোবাসায় আঘাত পেয়েই এমন ঘটনা ঘটায়। যদিও ছেলেটির পরিবারের দাবি মেয়েটির কঠোর শাস্তি হোক।
Home রাজ্য দক্ষিণ বাংলা প্রেমে আঘাত আত্মঘাতী যুবক, গলায়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য পাঁশকুড়ার বারুইপুরে।